বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে চার বেকারিকে জরিমানা ও একটিকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় রায়খালীর ঢাকা বেকারীকে ৫ হাজার টাকা, জমাদার হাটের শাহ্ আমানত বেকারিকে ৫ হাজার টাকা, মৌসুমী খামারের উৎসব বেকারীকে ১০ হাজার টাকা, আমতলের দরবার বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রায়খালী এলাকার বিছমিল্লাহ বেকারিকে উৎপাদন বন্ধ করে দিয়ে সিলগালা করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা ও একটিকে সিলগালা করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট বেকারীগুলোকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করে তা বাস্তবায়নে এক সপ্তাহের সময় দিয়ে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।