বোয়ালখালী প্রতিনিধি: সময় মতো বাচ্চা নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ প্রিয়াংকা চৌধুরীর সভাপতিত্ব করেন। এতে অতিথি ছিলেন- বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অমিত দত্ত, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া।
এ এডভোকেসী সভায় উপজেলা ও পৌর ওয়ার্ড এলাকায় কর্তব্য পালনকারী পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
ডাঃ প্রিয়াংকা চৌধুরী বলেন- সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘোষিত – পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরী প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবাসহ এ বিভাগের সকল সেবা তৃণমূলের দৌঁড়গোড়ায় পৌঁছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মানে সবাই কাজ করতে হবে।
সভায় ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।