বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে কনস্টেবল পদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার মাধ্যমে যারা চুড়ান্ত নিয়োগ হয়েছেন। তাদের মেধা ও যোগ্যতাকে সম্মান জানিয়ে মিষ্টি ও ফুল নিয়ে তাদের বাড়িতে হাজির পুলিশ। চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন করতে মিষ্টি এবং ফুল নিয়ে তাদের বাড়িতে হাজির হলেন উপ পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন। তা দেখে রীতিমত অবাক হয়েছেন চাকুরী প্রার্থী ও পরিবারের লোকজন।
সোমবার (৩ মার্চ) উপজেলার মধ্য উত্তর করলডেঙ্গা, পূর্ব ধোরলা, দক্ষিণ কনজুরী ও উত্তর কনজুরী সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় বাছাইকৃতদের বাড়িতে তথ্য ভেরিফিকেশন করতে যান বোয়ালখালী থানার এসআই মোঃ আলমগীর হোসেনসহ পুলিশ সদস্য। বাড়িতে পৌঁছেই তারা তাদের হাতে মিষ্টির কার্টন ও ফুলের তোড়া তুলে দেন।
চাকরি প্রার্থীর অভিভাবকরা জানান, দরিদ্র পরিবারের সন্তান, বিনা ঘুষে চাকরি হলো। আমার ভীতি ছিল পুলিশ ভেরিফিকেশন নিয়ে। কিন্তু ধারণা পাল্টে গেল। আমি ভাবতেও পারিনি মিষ্টি আর ফুল নিয়ে আমার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবেন।’পুলিশের এমন ব্যবহারে সন্তোষ প্রকাশ করেছেন।
বোয়ালখালী থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন বলেন,পুলিশ সুপার স্যারের তত্ত্ববধানে ওসি আবদুর রাজ্জাক স্যারের নির্দেশে আমি তাদের বাড়িতে ফুল নিয়ে হাজির হয়েছি।
তিনি আরো বলেন, পুলিশিং ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। পুলিশ ক্রমেই জনগণের বন্ধু হয়ে ওঠছে।
এ ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, যারা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তারা তাদের যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন। এজন্য পুলিশ সুপার স্যারের নির্দেশে তাদের বাড়িতে মিষ্টি ও ফুল দিয়ে বরণ করা হয়েছে। ট্রেনিং শেষে কর্মস্থলে যোগদানের মধ্যদিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।