বোয়ালখালীতে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র

বোয়ালখালী পৌরসভাধীন ৬নং ওয়ার্ডস্থ খায়ের মঞ্জিল হতে ঈসা মঞ্জিল সড়ক এর আর সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন পৌরমেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌরসভাধীন ৬নং ওয়ার্ডস্থ খায়ের মঞ্জিল হতে ঈসা মঞ্জিল সড়ক এর আর সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জুন) সকালে সড়কের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর হাজী মোঃ নাছের আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, কার্য সহকারী মনিরুল ইসলাম হোসাইনী, এছাড়াও টিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইরফানুল করিম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় মেয়র জহুরুল ইসলাম বলেন, ‘পৌর এলাকার অনেক সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনসাধারণকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি দায়িত্ব নেয়ার পর থেকে কাউন্সিলরদের সহযোগিতায় প্রতিটি সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি, ইতিমধ্যে অনেক সড়ক সংস্কার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে অনেক এগিয়ে গেছে। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই পৌর এলাকার সব সড়ক সংস্কার করে জনসাধারণের দুর্ভোগ লাগব করা হবে।‘