বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ ওয়ার্ড সদস্য মোজাম্মেল হক মানিক ও ৩ নং ওয়ার্ডের সদস্য মনসুরুল হক বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
বুধবার (২৯ জুন) বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের শাকপুরা চৌমুহনী এলাকায় ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে সামিল হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে স্থানীয় জনসাধারণ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
মানব বন্ধনে দুই ইউপি সদস্যকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য দাবী জানিয়ে স্থানীয় এলাকারবাসি বলেন,পূর্ব শক্রতার জের ধরে নির্বাচিত দুই ইউপি সদস্যকে মিথ্যা মামলা দেয়ায় বিভিন্ন কাজে এলাকা ও জন সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে সুষ্ট তদন্ত করে দুই ইউপি সদস্যকে অব্যাহতি দিয়ে ইউনিয়ন ও জনগনের স্বাভাবিক সেবা নিশ্চিত করার আহবান জানান বক্তরা।
এতে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা মো. হাশেম, মো. জামাল,যুবলীগ নেতা মো নাছির উদ্দিন, ইউপি সদস্য অরুন দাশ,অনুপ দাশ,রণি টৌধুরী, আছিয়া খাতুন,ভালোবাসা দাশ, নন্দিতা দাশ, মো. বাহাদুর ও তসলিম উদ্দিনসহ এলাকার সর্বস্তরের জন সাধারণ।