বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে আ,লীগ প্রার্থীর জয়

রেজাউল করিম রাজা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের উপ-নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক যোগে উপজেলার ৮৬টি কেন্দ্রে সকাল ৮.৩০ টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজা ৩০ হাজার ৯ শত ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে শাহাজাদা এস,এম মিজানুর রহমান পেয়েছেন ২ হাজার ৯ শত ৮ ভোট। কাজী আয়েশা ফারজানা দোয়াত কলমে পেয়েছেন ৫শত ৮৬ ভোট।

উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শাহজাদা এসএম মিজানুর রহমান ও সাংবাদিক কাজী আয়েশা ফারজানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার  ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৬টি কেন্দ্রের ৫১৮টি বুথে ভোটার রয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৬৬ জন ও মহিলা ভোটার রয়েছেন ৯৮ হাজার ৫০১ জন।

প্রসঙ্গত,গত ২০২২ সালের ২০ ডিসেম্বর  উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।