বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে নৌকার মাঝি হলেন রাজা

রেজাউল করিম রাজা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন রেজাউল করিম রাজা।

বুধবার (১৫ ফেব্রুয়ারী)বিকেলে গণভবনে  আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তার নাম ঘোষণা করা হয়।

উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেন ৮ জন প্রার্থী এর মধ্যে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাজা নাম চূড়ান্ত করা হয়।

আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন।

তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বোয়ালখালী উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও নারী ভোটার ১ লাখ ১ হাজার ৭২৫ জন।

প্রসঙ্গত,গত ২০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।