বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম (৭০) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ও সারোয়াতলী ইব্রাহীম নুর মোঃ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত ও কিডনি রোগে ভুগছিলেন। তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ৩০ নভেম্বর ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় বেলা দুইটার দিকে তাঁকে নিজ বাড়িতে আনা হয়। বেলা ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, থানা প্রশাসন, বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সংগঠনসমূহ শোক জানিয়েছেন