বোয়ালখালী উপজেলা উপ-নিবার্চনে আওয়ামী লীগের গলার কাঁটা হতে পারে বিদ্রোহী প্রার্থী

রেজাউল করিম,মিজানুর রহমান,আয়েশা ফারজানা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী,র জয়ের পথে ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী। যে কারণে নৌকার মনোনীত প্রার্থী ভোটে জয় পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পর তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারে দিন শেষে ইসলামি ফ্রন্টের মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন।

এর সাথে ভোটের মাঠে লড়বেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বতন্ত্র প্রার্থী শাহাজাদা এস,এম মিজানুর রহমান ও সাংবাদিক কাজী আয়েশা ফারজানা। আগামী ১৬ মার্চ  অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।এই নির্বাচনে উপজেলার ২ লাখ ১৬ হাজার ৮১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উপজেলার তৃণমূলের একাধিক নেতা জানান, দলের ভেতরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা নৌকার ভরাডুবি ঘটাতে প্রার্থীকে মাঠে নামিয়ে দিচ্ছেন। মুখে নৌকার জয় জয় করলেও তলে তলে তাদের পক্ষে কাজ করছেন বেশিরভাগ নেতাকর্মী।

উল্লেখ্য, প্রসঙ্গত,গত ২০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।