বোয়ালখালী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বোয়ালখালী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সম্মেলন কক্ষ (অপরাজিতা)’য় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম।

এতে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম,সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ আবদুল রাজ্জাক, বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী উপজেলা আ’লীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, আ’লীগ নেতা রেজাউল করিম বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ প্রতীক সেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সেতু প্রসাদ দাশ, সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,  ইউপি চেয়ারম্যান বেলাল মোহাম্মদ,  আবদুল মান্নান মোনাফ, এস এম জসিম, কাজল দে, হামিদুল হক মান্নান, শফিউল আজম শেফু, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের প্রতিনিধি অধ্যাপক মোঃ মহসীন উদ্দিন, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ আরিফ হোসেন, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু প্রমুখ।

সভায় ইউএনও মোহাম্মদ মামুন এ উপজেলায় অবৈধ বালি উত্তোলনে ড্রেজারের ব্যবহারে নদী ভাঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিদের রোধ, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম রোধ, টপ সয়েল কাটা রোধ, যানজটকারীদের রোধ, জন ও যান চলাচলে প্রতিবন্ধিকতা রোধ,ধর্মীয় উৎসবে ডি জে বাদন রোধ, জন স্বাস্থ্য রোধ, কিশোরগ্যাং রোধ করার জন্য সবাইকে কঠোর সাবধানতা অবলম্বনের আহবান জানান।

অফিসার ইনচার্জ মোঃ আবদুল রাজ্জাক বলেন সব অপরাধ নির্মূল করার চেয়ে নিয়ন্ত্রণ রাখতে সবাইকে  সচেষ্ট থাকতে হবে।নিয়ন্ত্রণ রাখার কারণে এখনো আইন-শৃঙ্খলা স্বাভাবিক ছিল,আছে এবং এভাবে নিয়ন্ত্রণ  থাকলে একদিন  অবশ্যই অপরাধ নির্মূল করা সম্ভব এবং বোয়ালখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি  আরো ভাল হবে।