প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রামের বোয়ালখালীতে ৫৬ নং চরণদ্বীপ সিকদারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান ২১ শে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার (ফেব্রুয়ারি ২১) বিদ্যালয় প্রঙ্গণে প্রভাতফেরী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সমাবেশ, দোয়া মাহফিল, চিত্রাংকন, নান্দনিক হাতের লিখা, ছড়া, আবৃত্তি, দেশাত্ববোধক গান ও নৃত্য, প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সহ-সভাপতি আবদুর রহমান। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সূরুজ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষিকা অজান্তা পাল।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা মুক্তি চৌধুরী, মান্না মহুরি, অর্পণা বড়ুয়া, কালাম ফেরদৌসী শান্তা, কান্তা চৌধুরী, পম্পি দাশ, রোকসানা আকতার ও অফিস সহকারী মোহাম্মদ আবদুল্লাহ সিকদার পারভেজ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল শিক্ষার্থীদের টিফিন পরিবেশন করা হয়।