বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রাম–৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এর ২য় জানাজা সম্পন্ন হয়েছে। বর্ষিয়ান এ রাজনীতিবিদের জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়।
সোমবার (৬ জানুয়ারি) উপজেলার গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৫ টায় জানাযা অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। পরে জানাজার জন্য পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয় মরদেহ।
সেখানে চট্টগ্রাম জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জানান। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।
এসময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সিডিএ সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, পরিষদের সদস্য বোরহান উদ্দীন মো. এমরান, সাবেক দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, পৌরসভার মেয়র জহুরুল ইসলাম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, ব্যারিষ্টার কফিল উদ্দীন, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরের সাবেক আহ্বায়ক সোলাইমান আলম শেঠ, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হকসহ দলীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
তিনি ২০১৩ সাল থেকে ১০ বছর বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে দীর্ঘ ২৭ বছর তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল মারা গেলে আসনটি শূণ্য ঘোষণা করা হয়। পরে মোছলেম উদ্দিন আহমদ ২০২০ সালের ১৩ জানুয়ারির উপ-নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য, গত রোববার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।