বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন,ফুটপাত দখল ও পরিবহনে অভিযান চালিয়ে ২৪ হাজার ৩শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় উপজেলা সদরের বিসমিল্লাহ হোটেলকে সিলগালা করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) উপজেলা সদর, জোটপুকুর পাড় ও কানুনগোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযান সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় শাহ জালাল বেডিং-কে ২ হাজার, আল মোবারক স্টোর-কে ২ হাজার, নুরুল আমিন-কে ৩ শত,মায়ের দোয়া প্লাষ্টিক এন্ড স্টীল (কাননুগোপাড়া)-কে ৫ হাজার টাকা।
ত্রিপল ব্যবহার না করে বালি পরিবহন করায় মোহাম্মদ জাহেদকে ৫ হাজার,মো: জাহেদ হোসেনকে ৫ হাজার টাকা এবং নোংরা পরিবেশে খাবার উৎপাদন করায় দরবার হোটেল (জোটপুকুর পাড়)কে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৪ হাজার ৩শত টাকা করা হয়। উপজেলা সদরের বিছমিল্লাহ হোটেল,কে সিলগালা করা হয়।