বোয়ালখালী প্রতিনিধি: স্মার্ট ভূমি সেবার ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্য চট্টগ্রামের বোয়ালখালীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।
সোমবার (২২ মে) সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস,এম সেলিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক এস,এম মোদাচ্ছেরসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। গণশুনানি, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানি গ্রহণ, মিসকেইসের দ্রুত নিষ্পত্তিকরণ, ভূমি উন্নয়ন কর আদায়ে ক্যাম্পিং, সেমিনার ও মাইকিং করে সচেতনতা সৃষ্টি, বেদখলকৃত খাসজমি উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাসজমি উদ্ধার, সহ বিভিন্ন কাজ করা হচ্ছে।
সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ২২ মে ২০২৩ থেকে ২৮ মে ২০২৩ পর্যন্ত বোয়ালখালী উপজেলা ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হবে। নামজারী, ভূমি উন্নয়ন কর প্রদান, ভিপি ইজারা ফি প্রদান সহ ভূমি বিষয়ক যেকোন সমস্যা নিয়ে ভূমি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন