বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ জুয়াডিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে)দুপুরে উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায় অভিযান চালিয়ে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশ।
আটককৃত হলেন, উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার শ্রী বাবুল দাশের ছেলে লক্ষী কান্তি দাশ(৪৫)
এসময় পলাতক রয়েছেন, উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার বজেন্দ্র কুমার দাসের ছেলে কৃষ্ণ দাস(৩৫), দুলাল দাসের ছেল ননু দাস (৩২),কালু মিয়া (৪৫)।
জানা যায়, মাদক ও জুয়া নির্মুলে চলমান অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, বিপিএম এর নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার ( পটিয়া সার্কেল) এর দিক নির্দেশনা ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বের অফিসারসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হবে। ইভটিজিং,সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।