বোয়ালখালী প্রতিনিধি: ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেছেন -মানুষ মানুষের জন্য, মানুষ হিসেবে অসহায় মানুষদের পাশে দাড়াঁনো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা চাই সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ এই শীতেও ভালোভাবে বেঁচে থাকুক। এজন্য সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ায় তাহলে সকল শীতার্ত মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটবে।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) উপজেলার জ্যৈষ্ঠপুরা যুব সংঘের উদ্যোগে সকাল ১১টায় জ্যৈষ্ঠপুরা ইসলামিয়া হামিদিয়া সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মোজাম্মেল হক বকুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. ইউনুচ আজম খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাছান চিশতী, মাওলানা ক্বারী নুরুচ্চাফা, মামুনুর রশীদ মামুন, মো.এরশাদ সওঃ, বদিউল আলম, আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার মো.সোহেল, শওকত হোসেন বাটু, ফারুক আজম, আজিম উদ্দীন, মো.মহিউদ্দিন, ইব্রাহীম মানিক, মো.মানিক সওঃ, হাফেজ বেলাল, জাবেদ হোসেন, আমান উল্লাহ আমান, মিনহাজ বাবু, জয়নাল আবেদীন সুমন, দৌলত ভান্ডারী।