বোয়ালখালীতে ইভিএম ব্যালেট বাহিরে নেওয়ার অভিযোগে আ,লীগ নেতা আটক

রতন চৌধুরী।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একটি কেন্দ্র থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালেট বাহিরে নিয়ে যাবার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।

আটক রতন চৌধুরী বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে ৮৬ নম্বর জ্যেষ্ঠপুরা রমনীমোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৫ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের উপনির্বাচনে জৈষ্ঠপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতা ইভিএম মেশিনের একটি ব্যালট ইউনিট নিয়ে বাইরে চলে যান। এটি নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে যান। এ তথ্য ছড়িয়ে পড়লে রতন চৌধুরী মেশিনটি ফেরত দিতে যান এবং সে সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার সজল দাশ জানান, কীভাবে ভোট দেবে, তা দেখিয়ে দেওয়ার জন্য এই প্যানেল রাখা হয়েছিল। এটি একটা নমুনা প্যানেল। বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে  তিনি বলেন,, ‘কীভাবে বাইরে গেল আমার জানা নেই। এটা বাইরে নিয়ে যাওয়া অপরাধ। আমি বিষয়টি খতিয়ে দেখছি।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন,জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।