বোয়ালখালীতে আগুনে ১১ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ টি বসতঘর পুড়ে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৮ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার পৌরসভার  ৪ নং ওয়ার্ড ঘোষপাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছলে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা হলেন, ঘোষপাড়ার বিষ্ণুশীল, অমর শীল, সুজন শীল, লিটন শীল, মৃদুল তালুকদার, দিলিপ তালুকদার, কাজল তালুকদার, অসুক তালুকদার, বাবলা তালুকদার, দিপন তালুকদার, আশিষ তালুকদার।

পৌরসভার মেয়র জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তৎক্ষানিক তাদের খাবারের ব্যবস্থা করে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পৌরসভার পক্ষ হতে সার্বিক সহযোগীতা আশ্বাস প্রদান করা হয়।