মিরসরাই প্রতিনিধি: বেশ জমকালো আয়োজনের মধ্যদিয়ে মিরসরাইয়ের আবুরহাটে ৪র্থ বিজ্লী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ ইফেব্রুয়ারি) বিকাল ৩ টায় আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্বোধন করেন যমুনা লাইফ ইন্সুইরেন্সের ভাইস চেয়ারম্যান সাবেদুর রহমান সমু,এ সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ন কবির কামরুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া।
বিশেষ অতিথি সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ক্লাবের পৃষ্ঠপোষক নুরুল আলম, উপজেলা আওয়ামিলীগ আরিফ মাহমুদ চৌধুরী লেলিন,৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম ভূইয়া, সম্পাদক মেজবাউল আলম,দপ্তর সম্পাদক পানাউল্লাহ ভূইয়া,সাংগঠনিক সম্পাদক মইন উদ্দীন, ছাত্রলীগের সাবেক সভাপতি আজম খান,ইউপি সদস্য মহসিন পিংকু,জাহাঙ্গীর আলম,শহীদুল্লাহ্ খান,ওবায়দুল্লাহ, জিয়া উদ্দীন গাজী, ক্লাবের সাবেক সভাপতি জাহেদ রফিক,ইমাম হোসেন,সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রাশেদুল হক, ক্লাবের সভাপতি ফজলুল করিম নয়ন,সহ ক্লাবের সকল সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলায় ইয়াং স্টার মুহুরী প্রজেক্ট এবং ড্রীম ক্লাব ঝুলনপোল পরস্পরের মোকাবিলা করে এবং ইয়াং স্টার মুহুরী প্রজেক্ট ২ /১ গোলে জয় লাভ করে।উল্লেখ্য টুর্নামেন্টে বিভিন্ন উপজেলার ৮ টি দল অংশ নেয়।