বেকার সমস্যা দূরীকরণে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে: রাউজান পৌর মেয়র

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাউজান প্রতিনিধি: রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন বেকার সমস্যা দূরীকরণে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।  এক্ষেত্রে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে। দক্ষতা না থাকার কারণে জীবনে গুরুত্বপূর্ণ সময় প্রবাসে কাটানোর পর কিছুই করতে না পারা এমন মানুষর সংখ্যা অধিক।

রবিবার (২৬ জুন) রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত  ‘জনমিতির সুফল লাভে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনশক্তি তৈরীতে করণীয়’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাউছুল আজম মাইজভান্ডারী ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো। স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ এ. এম কামাল উদ্দিন।

আলোচনায় অংশ নেনগহিরা ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ শাহ আলম সিকদার,  রাউজান মডেল স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, রাউজান সুরেশ বিদ্যায়াতনের প্রধান শিক্ষক প্রণব কান্তি শীল, মোহাম্মদ ইউনুচ মিয়া, আলহাজ্ব শওকত গনি চৌধুরী, আব্দুল আওয়াল, মাওলানা হাবিবুল হোসাইন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরীসহ আরো অনেকই।