বৃষ্টি আইনে পাকিস্তানের ৩৩ রানের  জয়

ছবি: সংগৃহীত।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: সাদা চোখে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে আরো আগেই ছিটকে গেছে পাকিস্তান। যদিও কাগজে-কলমে এখনো তারা সেমির লড়াইয়ে আছে। সেই সঙ্গে আছে অনেকগুলো ‘যদি’ এবং ‘কিন্তু’। সুপার টুয়েলভে দ্বিতীয় জয় পেয়ে পাকিস্তানের পয়েন্ট এখন ৪।

সেমিতে যেতে হলে পরের ম্যাচে তাদের বাংলাদেশকে হারাতে হবে। অন্যদিকে নেদারল্যান্ডসের কাছে হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এই জটিল সমীকরণে দাঁড়িয়ে বৃষ্টি আইনে ৩৩ রানের জয় তুলে নিল পাকিস্তান।

১৮৫ রানের বড় টার্গেট তাড়ায় নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি’কককে ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। সেই শুরু, আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। ৯ ওভারে ৪ উইকেটে ৬৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টি থামলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার নতুন টার্গেট দাঁড়ায় ১৪ ওভারে ১৪২ রান। অর্থাৎ ৩০ বলে ৭৩ রান করতে হতো। সেই অঙ্ক আর মেলাতে পারেনি প্রোটিয়ারা। ৯ উইকেটে ১০৮ রানেই থামে তাদের ইনিংস। বৃষ্টি আইনে ৩৩ রানের জয় পায় পাকিস্তান। ১৪ রানে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি।

এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রান তোলে পাকিস্তান।  পাকিস্তানের শুরুটা ছিল খুবই বাজে। প্রথম ওভারেই ৪ রানে ফিরেন মোহাম্মদ রিজওয়ান। এরপর দ্রুত মোহাম্মদ হারিস (২৮), বাবর আজম (১৬) আর শান মাসুদ (২) দ্রুত ফিরে গেলে ৪৩ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।

এমতাবস্থায় মোহাম্মদ নওয়াজ (২৮) আর ইফতিখার আহমেদের ৫২ রানের জুটিতে তারা ম্যাচে ফিরে। পরের উইকেটে আবার ৩৬ বলে ৮২ রানের জুটি পায় পাকিস্তান।  ৩৫ বলে ৫১ রান করেন ইফতিখার, আর ২২ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাদাব। প্রোটিয়া পেসার অ্যানরিখ নরজে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন।