সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
আগামী শনিবার থেকে ঈদের আগ পর্যন্ত মার্স্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘ইতোমধ্যে বুয়েটের স্নাতক শ্রেণির পরীক্ষা শেষ হওয়ায় বুধবার থেকে শ্রেণিকার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রির ক্লাস অনলাইনে শুরু হবে, যা ঈদের এক সপ্তাহ আগ পর্যন্ত চলবে।’
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ফোরকান উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় আগামী ২ জুলাই থেকে স্নাতকোত্তর পর্যায়ের সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।’