বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন এমপি-র মৃত্যুতে ওয়াসিকা আয়শা খান এমপি’র শোক

ওয়াসিকা আয়শা খান এমপি।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আনোয়ারা প্রতিনিধি: বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি একাদশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ওয়াসিকা আয়শা খান এমপি তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রসঙ্গত, মোছলেম উদ্দিন আহমদ এমপি ছাত্রজীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন তিনি। ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। একাদশ জাতীয় সংসদে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।