বিষ প্রয়োগে জলমহালে লুটে নেওয়া ১৭২ কেজি মাছ জব্দ

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় বিষ প্রয়োগের মাধ্যমে একটি জলমহাল থেকে লুটে নেওয়া বিভিন্ন প্রজাতির প্রায় ১৭২ কেজি মাছ জব্দ করেছে নৌপুলিশ।

রোববার বিকালে ধর্মপাশার সানবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বিভিন্ন মৎস্য আড়তে অভিযান চালিয়ে লুটে নেওয়া মাছ, মাছ ধরার দুটি নৌকা জালসহ জব্দ করেন।

সোমবার নৌপুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমিন এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, জেলার ধর্মপাশায় সংঘবদ্ধ দুর্বৃত্ত শনিবার রাত ২টার পরপরই উপজেলার করাল (বিল) নামক একটি জলমহালে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের পর জলমহালে ভেসে উঠা বিভিন্ন প্রজাতির কয়েক শতাধিক কেজি মাছ লুটে নিয়ে যায় তারা।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সানবাড়ী নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সোহেল রানা সঙ্গীয় নৌপুলিশ সদস্যদের নিয়ে অভিযানে নামেন। অভিযানে বিভিন্ন মৎস্য আড়ত থেকে বোয়াল, পাবদাসহ বিভিন্ন প্রজাতির লুটে নেওয়া ১৭২ কেজি মাছ, মাছ ধরার দুটি নৌকা জাল জব্দ করা হয়।