সীতাকুণ্ড প্রতিনিধি: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলায় মানবাধিকার সংগঠন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বিশ্ব মানবাধিকা দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি মহাসড়ক পদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। শেষ একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন শিবলু’র সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল, সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মো. ওয়াহেদী, উপদেষ্টা লায়ন মোঃ গিয়াস উদ্দিন, লায়ন হাজ্বী মোঃ ইউছুফ শাহ, ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দৌজা, লায়ন মোঃ শাহজাহান, মোঃ সায়েদ বিন আদনান প্রমুখ।