সিপ্লাস ডেস্ক: দেশের সমস্ত পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে উদযাপন বন্ধের আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
৪ জুলাই (সোমবার) ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সমস্ত পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে-র নামে সব ধরনের ‘অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ’ বন্ধ করতে হবে।
হাই কোর্টের আদেশ পালনের লক্ষ্যেই র্যাগ ডে বন্ধের নির্দেশনা দিয়েছে বলে জানায় ইউজিসি।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান বলেন, হাই কোর্টের নির্দেশনা কার্যকর ও বাস্তবায়নের লক্ষ্যে কমিশন কাজ করছে। সে ধারাবাহিকতায় আজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে।
আগামীকাল পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয়েও একই ধরনের নির্দেশনা দেওয়া হবে বলে জানান মোহাম্মদ জামিনুর রহমান।