শুক্রবার (৮ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজান গ্রামের মো. সেলিম উদ্দিন (৫০) ও রাউজানের ঢেউয়া পাড়া গ্রামের মো. ইসমাইল (৪২)।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট আবাসিক এলাকার ফয়সাল টাওয়ারে অভিযান চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তির বাসার ওয়্যারড্রব ও নিচতলায় রাখা মোটরসাইকেলের সিটের ভেতর থেকে সাত হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য মজুত রাখার অপরাধে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গ্রেফতার দুই ব্যক্তি দীর্ঘদিন কক্সবাজার থেকে সরবারহকারী চক্রের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তাদের কাছ থেকে জব্দ করা ইয়াবার মূল্য আনুমানিক ২১ লাখ টাকা।