বিনা টিকিটে ট্রেনে উঠতে অবরোধ, দেরিতে ছাড়লো সোনার বাংলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিনা টিকিটে ট্রেনে উঠতে চায়। কিন্তু কর্তৃপক্ষ বাধা দেওয়ায় সোনার বাংলা ট্রেন আটকে দেয় তারা।

যার কারণে ১৫ মিনিট দেরিতে ছেড়ে গেছে সোনার বাংলা এক্সপ্রেস।

বুধবার (১৭ মে) বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

পরে দুইজন এক টিকিটে গন্তব্যে যেতে পারবে মর্মে অবরোধ থেকে সরে আসে শিক্ষার্থীরা।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী বিনা টিকেটে ট্রেনে উঠতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। পরে তারা সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনের সামনে বসে অবরোধ করে। প্রায় ১৫ মিনিট পর্যন্ত প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে। পরে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ থাকায় তাদের ৮০০ টাকার ইএফটি টিকিট দিয়ে ট্রেনে তুলে দিলে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম গণমাধ্যমকে বলেন, ভর্তিইচ্ছু শিক্ষার্থীরা বিনা টিকিটে ট্রেন ভ্রমন করতে চায়। নিয়ম অনুযায়ী এটা অসম্ভব। তাই আমরা তাদেরকে বুঝিয়ে এক টিকিটে দুইজন করে ভ্রমনের অনুমতি দিয়েছি। যার কারণে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ১৫ মিনিট দেরিতে ছেড়ে গেছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top