বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত

আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: পিলখানা ট্র্যাজেডির সঙ্গে আওয়ামী লীগ সরকার জড়িত বলে দাবি করেছেন বিএনপির নেতারা। তাঁরা বলেছেন, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ও চক্রান্তে বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্য বিডিআরে বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পিলখানায় শহীদদের স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করা হয়।

সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৫ ফেব্রুয়ারি এলেই আওয়ামী লীগ সরকারের হৃৎকম্পন শুরু হয়। পিলখানায় বিদ্রোহের সময় তাঁরা বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যারা সেনাবাহিনীর চৌকশ কর্মকর্তাদের হত্যা করেছে, তাদের সঙ্গে আপসরফা করছেন। অথচ সেনা আইনে স্পষ্ট আছে, বিদ্রোহ হলে তা দমন করতে সেখানে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। অভিযান পরিচালনা করতে হয়। সে সময় সেনাপ্রধান ছিলেন মইন ইউ আহমেদ, যিনি ১/১১-এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের প্রধান ব্যক্তি। তিনি চক্রান্তের মাধ্যমে এ দেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন।

পিলখানা ট্র্যাজেডি দিবসে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, কোনো পত্রিকায় দিবসটিতে ভয়াবহ হত্যাকাণ্ড সম্পর্কে একটি কলাম কিংবা সংবাদ ছিল না। পত্রিকাগুলো সাহস পায় না। আজ যাঁরা মনে করছেন, এ সরকারের তোষামোদি করলে টিকে যাবেন, তাঁরা ভুল। টিকবেন না। ইতিহাস বলে কোনোদিন তারা টিকবে না। মানুষ জেগে ওঠে, মানুষ জেগে উঠছে।

এ সময় নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার না ফেরা পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না। খুব শিগগিরই জনগণ প্রতিরোধ গড়ে তুলবে, দ্বিগুণ গতিতে সামনে এগিয়ে যাবে।

আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার যেসব অন্যায়-অবিচার করেছে, যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেভাবে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, যেভাবে দুর্নীতি করেছে- অবশ্যই সবকিছুর জবাব তাদের এক দিন জনগণের কাছে দিতে হবে।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, নির্বাহী সদস্য মেজর (অব.) মতিউর রহমান, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।