সিপ্লাস ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ওই মিছিলে পিস্তল হাতে দেখা গেছে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরীকে।
সোমবার (২২ মে) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
এমপির অস্ত্র হাতে বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার বিষয়ে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এমপি সাহেবের অস্ত্রটি লাইসেন্স করা। এমপি হিসেবে নিয়েছেন। এটা কাউকে ভয়ভীতি বা কাউকে মারার জন্য নেননি।’
এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগ কখনও অস্ত্রসন্ত্রাস অনুমোদন করে না। আমরা এখনও বিষয়টি জানি না। তবে যখন তিনি (এমপি) অস্ত্র হাতে নিয়েছিলেন; তখন কোনো সংকটময় মুহূর্ত ছিল না, সেটাও জানতে হবে। বিস্তারিত জেনে জানাব।’
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, পৌর মেয়র তোফায়েল বিন হোসাইন, কালিপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কফিল উদ্দিন, ইবনে আমিন, আ ন ম ফরহাদুল আলম প্রমুখ।