বিএনপি থেকে ঢাকা উত্তরে তাবিথ, দক্ষিণে রিপন ও ইশরাকের মনোয়নপত্র সংগ্রহ

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

অন্যদিকে, দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও বিএনপির প্রয়াত নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।