যিনি এই শহরে ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন উদয়-অস্ত। এমন চ্যালেঞ্জিং চরিত্রটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তার বিপরীতে বাড়িওয়ালার মেয়ের চরিত্রে আছেন সাফা কবির। আর তাদের নিয়ে এই গল্পটি রচনা ও নির্মাণ করেছেন হাসিন হোসাইন রাখি। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হাসান জুয়েল।
নাটকের নাম ‘পিছলা’। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন ফরহাত বাবু, আমানুল হক হেলাল, পাপিয়া প্রমুখ।
নির্মাতা হাসিন হোসাইন রাখির ভাষ্য, ‘নাটকের গল্পটি বেশ মজার। সঙ্গে থাকছে নাগরিক বাস্তবতাও। বিশেষ করে ব্যাচেলর জীবনের নানা ঘটনা উঠে আসবে এতে। আশা করছি দর্শকরা নিজেদের জীবনের গল্পের সঙ্গে মেলাতে পারবেন।’
কনটেন্ট প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ‘পিছলা’ উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।