সীতাকুণ্ড প্রতিনিধি: আমার বাবাকে যারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের বিচার চাই। বাবার আদর থেকে যারা আমাদেরকে বঞ্চিত করছে আমি তাদের বিচার চাই। এমন কথা বলে বার বার মুর্চ্ছা যাচ্ছিলেন মরিয়ম বেগম।
যাদের অবহেলার কারণে আমার বাবার মৃত্যু হয়েছে তাদের কি উপযুক্ত বিচার হবে ? প্রশ্ন রাখেন মরিয়ম। চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার বিকালে সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থল থেকে ৫শত মিটার দুরে একটি দোকানে পত্রিকা পড়ার সময় বিস্ফোরিত সিলিন্ডারের লোহা মাথায় পড়ে মারা যান মরিয়মের পিতা মো. শামসুল আলম।
মরিয়ম বলেন, আমার বাবা যদি ওই অক্সিজেন প্লান্টে চাকরী করত ওখানে দুর্ঘটনায় মারা যেতেন তাহলে মনকে বুঝাতে পারতাম। তিনিতো নিরাপদে নিছেন তবুও কেন এমন হলো। কারখানা মালিকের গাফিলতির কারনে আমার মতো অনেকেই পিতা হারা হয়েছেন। উল্লেখ, শনিবার বিকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্ট নামক নামে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬জন নিহত এবং প্রায় ৩০ জনের বেশী আহত হন।