বান্দরবান সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে বিশেষ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি: রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন কোন যানবাহন বান্দরবানের সড়কে চলতে পারবে না। ট্রাফিক আইন অমান্য করে কেউ সড়কে বের হলে তাকে গুনতে হবে জরিমানা। পর্যটন জেলা বান্দরবানের সড়কের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে এবং আগামীতে আরো নতুন পরিকল্পনা গ্রহন করে বান্দরবানের সড়ক ব্যবস্থাপনাকে সুন্দরভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।

সোমবার (২৭ জুন) সকাল ১১টায় বান্দরবান জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে সড়ক শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে বিশেষ সভায় প্রধান অতিথি হিসব উপস্থিত থেকে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার এমন মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, সাম্প্রতিক সময় বান্দরবান সড়কে বড় বড় দুর্ঘটনা  ঘটেছে এবং তার জন্য সবাইকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এসময় পুলিশ সুপার বান্দরবানের সড়ক শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে আগামী ১জুলাই থেকে এক সপ্তাহব্যাপী বান্দরবান ট্রাফিক সপ্তাহ উদযাপন করা এবং এই সময় যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস যাচাই করা, চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা, যানবাহন থেকে অতিরিক্ত লাইট ও হাইড্রালিক হর্ণ খুলে নেয়া এবং চালক ও মালিকদের  সচেতনতা বৃদ্ধি করার নিদের্শনা প্রদান করেন।

সভায় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো.ছালাহউদ্দিন,  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা জহির উদ্দিন,  সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মোসলেহ্ উদ্দিন চৌধুরী, লোকাল ট্রাক মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝটু সহ বিভিন্ন পরিবহণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ও পুলিশর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।