বান্দরবানে বিদেশী পর্যটকদের জন্য ও‌য়েব বেইজড সফটওয়্যারের উদ্বোধন

বান্দরবানে বিদেশী পর্যটকদের জন্য ও‌য়েব বেইজড সফটওয়্যারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ‌সিং, এম‌পি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: প্রথমবা‌রেরমতবি‌দেশী পর্যটক‌দের বান্দরবা‌নে ভ্রমনের অনু‌মোদন প্রক্রিয়া অনলাই‌নে সম্পন্ন করার ল‌ক্ষ্যে প্রস্তুতকৃত ও‌য়েব বেইজড সফটওয়‌্যা‌রের উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে।

র‌বিবার (৩১ জুলাই) সকা‌লে জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সভাপ‌তি‌ত্বে এর উ‌দ্বোধন ক‌রেন পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ‌সিং, এম‌পি।

এসময় মন্ত্রী ব‌লেন, আ‌গে বান্দরবা‌নে দে‌শি পর্যটকরা অনায়া‌সে প্রবেশ কর‌তে পার‌লেও বি‌দেশী পর্যটক‌দের অনু‌মোদ‌ন নি‌তে জ‌টিলতা থাকায় অ‌নেক বি‌দেশী পর্যটক বান্দরবা‌নে প্রবেশ কর‌তে পার‌ছেনা। ফ‌লেবি‌দেশী পর্যটকরা বান্দরবা‌নের সুন্দর ম‌নোরম দৃশ‌্য দেখা থে‌কে ব‌ঞ্চিত হ‌চ্ছে। আজ‌কের ও‌য়েব বেইজড সফটওয়‌্যার চালুর ফ‌লে বি‌দেশী পর্যটকরা দেশ দে‌শের বাই‌রে থে‌কে বিদেশী পর্যটকরা অনলাই‌নের মাধ‌্যমে আ‌বেদন ক‌রে অনু‌মোদন নি‌তে পার‌বেন এবং বান্দরবা‌নে সাচ্ছ‌ন্দ্যে বেড়া‌তে পার‌বেন ব‌লেও জানান মন্ত্রী।

এসময় অতি‌রিক্ত জেলা প্রশাসক .শেখ ছাদেক, সেনা রিজিয়নের প্রতিনিধি মোঃ হাসান, সদর সা‌র্কেলের সহকারী পু‌লিশ সুপার রেজা স‌রোয়ারসহ বান্দরবা‌নের বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।