বান্দরবানে বাটার নতুন শোরুমের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান ভি আই পি রোড সংলগ্নে নতুন এক্সক্লুসিভ বাটা শোরুমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সহধর্মিনী মিসেস মে হ্লা প্রু মার্মা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বাটা স্যু কোম্পানির ডিস্ট্রিক ম্যানেজার মোস্তফা হাফিজুল হায়াত আনসারি, পৌর মেয়রের সহধর্মিনী কামরুন্নেচ্ছা খান, বান্দরবান বাটা শো রুমের প্রোপাইটর সুজন দাশসহ প্রমুখ।
সজ্জিত এ নতুন বাটা শো রুমে বাটা প্রিমিয়াম, পাওয়ার, নর্থ স্টার, উইনব্রেনার, মেরি ক্লেয়ার, বাটা কমফিট, বাবলগামারস এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের মধ্যে রয়েছে হাস পাপিস, সোল, নাইকি, এডিডাস, বেনটেন, পাওয়ার পাফ পাওয়া যাবে।