বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমায় সন্দেহভাজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ জানুয়ারি) উপজেলার পাইন্দু ইউপির মুননোয়াম পাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার সদস্যরা রোয়াংছড়ি-রুমা ও থানচি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোপন আস্থানাতে জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার সংবাদে
৯ অক্টোবর হতে ওই সব এলাকায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে যৌথবাহিনী।
২০ অক্টোবর ২০২২ ওই সব এলাকা থেকে ৭ জন জঙ্গি ও ৩ জন কেএনএফ সদস্য এবং ১১ জানুয়ারি আরো ৫ জন জঙ্গি সদস্যকে আটক করা হয়। গতকাল ২৮ জানুয়ারি (শনিবার) রুমার মুয়ালপি পাড়া এলাকায় অবস্থান নেয় কেএনএফ সদস্যেরা। এসময় পাড়ায় অবস্থানরত ৫২ পাড়াবাসীকে পাড়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেই কেএনএফ সদস্যেরা। এতে ভয়ে পাড়া ছেড়ে ৪০ পারিবার আশ্রয় নেয় রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে। পরে আজ ২৯ জানুয়ারি একই ইউপির মুননোয়াম পাড়া এলাকায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছে। তবে ওখান থেকে একটি বন্দুক ও বেশকিছু কারতুজ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। সদস্যরা ফিরলে বিস্তারিত জানা যাবে।