বানবাসী মানুষদের সহায়তায় চট্টগ্রাম সমিতি অফ পেন্সেলভেনিয়া, ইউএসএ

ক্ষতিগ্রস্থ, অসহায় সহস্রাধিক পরিবারকে দেওয়া হবে ত্রান

বানবাসী মানুষদের সহায়তায় চট্টগ্রাম সমিতি অফ পেন্সেলভেনিয়া, ইউএসএ
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সমিতি অফ পেন্সেলভেনিয়া, ইউএসএ এর উদ্যোগে চট্টগ্রামের ভাটিয়ালিতে নিহত ও সিলেটের বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত, বানবাসী মানুষদের সহস্রাধিক পরিবারকে সহায়তার প্রথম পদক্ষেপ হিসাবে রবিবার (৩ জুলাই) ফিলাডেলফিয়ার বাইতুল মোকাররম মসজিদে এক জরুরী ত্রান তহবিল সংগ্রহ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চট্টগ্রাম সমিতি অফ পেন্সেলভেনিয়ার সভাপতি শেখ মোঃ খোরশানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোরআন তেলাওয়াত করেন মৌলানা মোঃ মহিউদ্দীন।

প্রধান অতিথির বক্তৃতায় বাইতুল মোকাররম মসজিদের সভাপতি জনাব ডা: আব্দুল মালেক সাহেব কোরআন ও হাদীসের আলোকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দান করার ফজিলত সম্পর্কে গুরুত্বারোপ করে সারগর্ভ বক্তব্য পেশ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের ধর্মীয় বিষয়ক সম্পাদক মৌলানা নাজিম উদ্দীন। তিনি এই পবিত্র হজ্জের মাসে আমাদের করণীয় ও হজ্জের আরকান-আহকামের উপর সারগর্ভ বক্তব্য রাখেন।

মিলাদ পরিচালনা করেন মসজিদের ঈমাম হাফেজ মঈন উদ্দীন।

ত্রান সহযোগীদের কয়েকজন হলেন হাজী মো: ইব্রাহীম, আবু আলম, হাজী মোঃ মুছা, হুমায়ুন কবির, সাবেক ব্যাংকার AGM শামসুল আলম, মাষ্টার কুতুব উদ্দীন, আবুল হাসেম, বীর মুক্তিযোদ্দা আলমগীর চৌধুরী, মাহাবুবুল আলম, আবুল কাসেম, সৈয়দ সিরাজ, ইব্রাহীম কন্ট্রাকটার, হারেচ মনসুর, কবি সাইকুল ইসলাম, আমিন মন্ডল, সাহা আলম, এনাম চৌধুরী, আলাউদ্দীন লিটন, ওমর ফারুক, জাহেদ চৌধুরী, মোঃ রফিক, আলিম উদ্দীন, মোঃ হাছান, আঃ কালাম, মো: সরোয়ার, মো: হারুন, মঈন উদ্দীন, আবদুল শুক্কুর, মাহমুদুর রশীদ সেলিম, মাহমুদ, দিদারুল আলম, কামাল চৌধূরী, মোঃ বেলাল, সাদিদ হোসেন, আদিল হোসেন, মনছুর ও মোঃ রিয়াজ প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহ-সভাপতি মোঃ সেলিম, কোষাধ্যক্ষ আবুল হোসেন মুন্না, সমাজ কল্যাণ সম্পাদক একরামুল হক, সাহিত্য সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, প্রচার সম্পাদক মোঃ মিজানুল হক চৌধুরী, ক্রীড়া সম্পাদক নূরুল আফচার, মোঃ রানা ও কর্যকরি পরিষদের সদস্যবৃন্দ।

সমাপনী বক্তৃতায় সভাপতি শেখ মোঃ খোরশান এ অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করার জন্য পাশাপাশি চট্টগ্রাম সমিতি অফ পেন্সেলভেনিয়ার অব্যাহত ত্রান তহবিলে বিশেষ অর্থ সাহায্যের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সবাইকে ধন্যবাদ জানান। তিনি আজকে সংগৃহীত সকল অর্থ জরুরী ভিত্তিতে আগামীকাল সোমবারের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারে প্রেরণের জন্য ডাঃ আব্দুল মলেককে দায়িত্ব দেন এবং অনুরোধ জানান।

প্রবাসী ও বাংলাদেশে অবস্থানরত সকলের জন্য বিশেষ দোয়া-মুনাজাত ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। এ মহতী অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন চট্টগ্রাম সমিতি অফ পেন্সেলভেনিয়ার সুযোগ্য সাধারন সম্পাদক জনাব মোঃ শাহাদত হোসেন।