‘বাদ নয়, নতুনদের দেখতে বিশ্রামে মাহমুদউল্লাহ’

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এর মধ্যেই ঘরের মাটিতে আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকা তাইজুল ইসলামকেও বাদ দেওয়া হয়েছে।

তবে মাহমুদউল্লাহর না থাকাকে ‘বাদ পড়া’ বলতে চান না বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বাশারের মতে, মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়নি। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বাশার বলেন, ‘মাহমুদউল্লাহকে আসলে আমরা বিশ্রাম দিয়েছি। আগে থেকেই আমাদের চিন্তা ছিল নতুন কাউকে দেখা। এই সিরিজ দিয়ে আমরা সেই সুযোগ করে দিতে চেয়েছি। আমাদের টিম ম্যানেজমেন্টেরও সেরকমই পরিকল্পনা।’

মাহমুদউল্লাহকে পরীক্ষিত ক্রিকেটার জানিয়ে বাশার বলেন, ‘তাকে নিয়ে খুব বেশি কাজ করার নেই। যখন বড় টুর্নামেন্ট আসবে, সেখানে (বিশ্বকাপে) তারা আগেও খেলেছে, তার কিন্তু ওখানে যেয়ে পরীক্ষা দেওয়ার কিছু নেই। সম্ভবত তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছেন মাহমুদউল্লাহ, তার জন্য বিশ্বকাপ নতুন কিছু না। যদি কোনো কারণে বিশ্বকাপের আগে কেউ ইনজুরিতে পড়ে, আরও দুই একটা জায়গা হয়তো আমরা দেখবো সামনে, সেক্ষেত্রে যাকে নিয়ে যায় সে যেন প্রস্তুত হয়, সেটারই চেষ্টা চলছে এই সিরিজে।’

ইংল্যান্ড সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি মাহমুদউল্লাহ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭১ রান। প্রথম ম্যাচে ৪৮ বলে করেছিলেন ৩১, পরের ম্যাচে ৩২৭ রান তাড়ায় পরিস্থিতির বিপরীতে গিয়ে করেন ৪৯ বলে ৩২। এছাড়া ফিল্ডিংয়েও সেরাটা দিতে পারেননি তিনি।