নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় জামায়াত শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে মিছিল বের করার সময় তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এসআই বেলালা উদ্দিন গণমাধ্যমকে বলেন, সকালে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। আটকের পর তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।