বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ভাসল বৃষ্টিতে

সিপ্লাস ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেল বৃষ্টিতে। আগে বোলিংয়ে নেমে লঙ্কানদের চেপে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু এক ইনিংস শেষ হওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলঙ্কা। এরপর বৃষ্টিতে আর খেলা চালানো সম্ভব হয়নি। তাই ম্যাচের পয়েন্ট  ভাগাভাগি করেছে দুই দল।

কলম্বোর পি সারা ওভালে উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্যাচের প্রথম বলেই হার্ষিথা সামারাবিক্রমার উইকেট হারায় টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে বাঁহাতি স্পিনারের আর্মার ডেলিভারিতে এলবিডাব্লিউ হন আরেক ওপেনার ভিশ্মি গুনারত্নে। দুই ওপেনারকে হারিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটেন অধিনায়ক চামারি আতাপাত্তু (৪৭)। তবে তাকে বেশি দূর যেতে দেননি ফারজানা হক।

এরপর নিলাকশি ডি সিলভা ও ইমেশা দুলানি দ্রুত ফিরে গেলে একশর আগেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। প্রাসাদানি ভিরাক্কোডিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট নেন অভিষিক্ত সুলতানা খাতুন। এরপর আর বৃষ্টিতে খেলা সম্ভব হয়নি। বল হাতে ৭ ওভারে দুই মেডেনসহ ২৪ রানে ৩ উইকেট নেন নাহিদা। ১ পয়েন্ট পাওয়ায় উইমেনস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৪।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top