সিপ্লাস ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেল বৃষ্টিতে। আগে বোলিংয়ে নেমে লঙ্কানদের চেপে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু এক ইনিংস শেষ হওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলঙ্কা। এরপর বৃষ্টিতে আর খেলা চালানো সম্ভব হয়নি। তাই ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।