বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম এ চাকরি মেলা অনুষ্ঠিত

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম এ চাকরি মেলা অনুষ্ঠিত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: দেশের কর্মসংস্থানে মাঠ পর্যায়ে পুরুষ ও নারী কর্মী নিয়োগের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(বিকেটিটিসি), চট্টগ্রাম এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামি এর উদ্যোগে এবং আইএলও স্কিলস্-২১ প্রজেক্ট এর সহযোগীতায় এ মেলার আয়োজন করা হয়।

শনিবার ১৮ই মার্চ বিকেলে উক্ত মেলায় ৪৩ টি শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে বিকেটিটিসি সহ চট্টগ্রাম থেকে উত্তীর্ণ গ্রাজুয়েটদের চাকরির জন্য সিভি সংগ্রহ করা হয়। বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান ১৫ জন চাকরি প্রার্থীদের স্পটে নিয়োগপত্র প্রদান করেন। অন্যান্য প্রতিষ্ঠান কয়েক হাজার সিভি সর্ট লিস্টিং করে, পরবর্তীতে নিয়োগকারি প্রতিষ্ঠানসমূহ ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রর্থীদের নিয়োগের ব্যবস্থা করবেন।

চট্টগ্রাম নগরীর খুলশী থানাস্থ নাসিরাবাদ পলিটেকনিক রোড এলাকায় বাংলাদেশ – কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারেরে মাঠ প্রাঙ্গনে চাকরি মেলার সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএমইটি’র মহাপরিচালক মো: শহিদুল আলম, এনডিসি।

বিকেটিটিসি চট্টগ্রাম এর অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি. মোঃ লুৎফর রহমান।

বিকেটিটিসির উপাধ্যক্ষ প্রকৌশলী নওরীন সুলতানার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন গাজী ইকফাত মাহমুদ, মোঃ জিয়াউদ্দিন, মোহাম্মদ শরফুদ্দিন, নন্দ্রিলা দেওয়ান, মোঃ বায়েজিদ সহ সকল শিক্ষক, কর্মচারী ও মেলায় অংশগ্রহনকারী গণ।

এর আগে সকালে এ চাকরি মেলা উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএমইটি’র মহাপরিচালক মো: শহিদুল আলম, এনডিসি।