বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ভাসিয়ে দিতে পারে বৃষ্টি

সিপ্লাস ডেস্ক: কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হাতে যথেষ্ট সময় ইংল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। আর সেখানে গিয়ে যেন বিপদে পড়েছে টাইগাররা। বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ দল পূর্ণ অনুশীলন করতে পেরেছেন মাত্র কয়েকদিন। এবার, প্রথম ওয়ানডের আগেও আবহাওয়া নিয়ে দুঃসংবাদ পেয়েছে সাকিবরা।

এদিকে, দেশটির আবহাওয়া অফিস বলছে, সিরিজের প্রথম ওয়ানডের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তাদের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৯ মে) সকাল ৮টা থেকেই শুরু হতে পারে বৃষ্টি যেটি সময়ের সঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে, ম্যাচ মাঠে গড়ানো নিয়েও জেগেছে শঙ্কা।

শুধু প্রথম ম্যাচ নয়, সিরিজের বাকি দুই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে ইংল্যান্ডের আবহাওয়া বিভাগ। আগামী ১২ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেমসফোর্ডে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ ওয়ানডের দিন ভোর ৬টা থেকে সারাদিন বৃষ্টি হওয়ার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে, ইংল্যান্ডের আবহাওয়া প্রসঙ্গে টাইগারদের অধিনায়ম তামিম ইকবাল বলেছিলেন, ‘আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভাব্য সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি। আসার পর এক দিন অনুশীলন করতে পেরেছি। এর মধ্যে যতটা সম্ভব প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। বাকিটা মানসিক প্রস্তুতি।’

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top