বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি বহিষ্কৃত নেতা মো. লেয়াকত আলীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬ ঘটনায় চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নূর আহমেদ বলেন, ‘একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত বাঁশখালী থানা থেকে আমাদের রিকুইজিশন দেওয়া হলে আমরা অভিযান চালিয়ে লেয়াকত আলীকে গ্রেপ্তার করি। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
লেয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় ১৮ টি মামলা রয়েছে বলে জানান বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন।
এই ব্যাপরে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা বাঁশখালী) কামরুল ইসলাম সুমন বলেন, একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চেয়ারম্যানকে গ্রেপ্তারের পরে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে পরে বাঁশখালী থানার ওসি তদন্ত সুমন বণিক আহত হয়। এস.এস.পাওয়ায় প্ল্যান্টে দীর্ঘদিন ধরে নানা সমস্যা করে আসতেছে লেয়াকত আলীর অনুসারীরা। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়ন র্যাবের ফোর্সে উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে।