চট্টগ্রাম বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন ২০১৯ আজ ০৬ অক্টোবর ২০১৯ রবিবার বাঁশখালী আইনজীবী মিলনায়তনে ভোট গ্রহন সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা শেষ হয়।
সভাপতি পদপ্রার্থী পেয়েছেন এডভোকেট নুরুল আবসার ৩০ তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সুলতান এ চৌধুরী পেয়েছেন ১১ ভোট সাধারণ সম্পাদক পদপ্রার্থী পেয়েছেন অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন পেয়েছেন ২৫ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট তাকসিমুল গুনি ইমন পেয়েছেন ৯ ভোট।
বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট নুরুল আফসার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাইল বিন হোসাইন। বাঁশখালী আইনজীবী সমিতির মধ্যে মোট ভোটার ছিল ৪৪ ভোট এদের মধ্যে ৪১ ভোট কাস্ট হয়েছে।
বিভিন্ন পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মুহাম্মদ দিদারুল আলম, অর্থ সম্পাদক পদে এডভোকেট নাছের, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট নাজমুল আলম চৌধরী, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন, সদস্যপদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবেদন শূন্য থেকে যায়।
ভোটগ্রহণ সকাল থেকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়ে বলে দাবি করছেন প্রত্যেক প্রার্থীরা।