বাঁশখালীতে সাজা প্রাপ্ত আসামি আটক

বাঁশখালী প্রতিনিধি: চুরি করে শেষ রক্ষা হল না শাহাদাত হোসেন নামের এক সাজা প্রাপ্ত আসামীর। সাজা পরোয়ানা নিয়ে দীর্ঘ এক বছর বিভিন্ন ছদ্মবেশে নানা কৌশলে পালিয়ে থাকার পরে পুলিশের হাতে ধরা পড়ল বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে আব্দুর রশিদ এর পুত্র শাহাদাত হোসেন। তিনি বাংলাদেশ দন্ড বিধি আইনের  ৩৮০ ধারা মোতাবেক আদালত হতে ২ বছরের কারাদণ্ড প্রাপ্ত হয়, একই সাথে ৬ হাজার টাকা জরিমানা হিসাবে অর্থ দন্ড, এই অর্থ দন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানা পুলিশ।

এ সময় বাঁশখালী থানার এসআই পেয়ার আহমেদ সহ একদল পুলিশ উক্ত সাজা প্রাপ্ত আসামীকে চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়া সীমান্ত এলাকা হইতে আটক করেন।

অন্য দিকে সাজাপ্রাপ্ত চুরি মামলার আসামীকে আটক করায় পুরো বাঁশখালীতে স্বস্তি ফিরেছে এবং চুরের উৎপাত কমে যাবে বলে ও জানা যায়।

বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী-পেকুয়া সীমন্ত এলাকা থেকে গতকাল সন্ধ্যা ৭ টার সময় বাঁশখালী থানার এস আই পেয়ার অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে শাহাদাত হোসেনকে আটক করে। তিনি বর্তমানে জুয়া,মাদক সহ একাধিক অপরাধে জড়িত আছে বলে জানা যায়।

এই ব্যাপরে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন পি.পি.এম বলেন,বাঁশখালী থানার বিশেষ অভিযান পরিচালনা করে চুরি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়। তাকে বিজ্ঞ  আদালতে সোপর্দ করা হবে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top