বাঁশখালীতে থামছে না সড়ক দুর্ঘটনা

বাঁশখালীতে চালকের অদক্ষতায় ভুল পথে এস আলম পরিবহনের গাড়ি বিলে নামিয়ে দিল চালক।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীতে চালকের অদক্ষতায় ভুল পথে এস আলম পরিবহনের গাড়ি বিলে নামিয়ে দিল চালক। বাঁশখালী’র প্রধান সড়ক বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া বিলের মাঝে আজ দূপুরে ২ টার সময় এই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় কোন যাত্রী নিহত হয়নি তবে বাঁশখালী’র সরল ইউনিয়নের জাহেদ হাসান সহ দুই তিন জন যাত্রী’র মাথায় এবং হাতে সামান্য আঘাত হয়। হয়ত ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল প্রায় ৪০ জন যাত্রী।

জানা যায়,চট্টমেট্রো-ব ১১-১৫৮১ নাম্বার এস আলম গাড়িটা বাঁশখালী’র পুইছড়ি হতে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে বাঁশখালীর প্রধান সড়ক দিয়ে চলাচল করছে এস আলম পরিবহনের বাস। তবে কিছু কিছু ড্রাইভার বেপরোয়া গতি এবং ওভারটেকিং করতে গিয়ে প্রতিনিয়ত এই রকম সড়ক দুর্ঘটনা বাঁশখালীর প্রধান সড়কে লেগেই আছে।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলার ট্রাফিক সার্জেন্ট আনোয়ারুল হক মুঠোফোনে বলেন, চেচুরিয়া বিলের মাঝখানে একটি এস আলম গ্রুপের গাড়ি ওভার ট্রেকিং করতে গিয়ে বিলে নামিয়ে দিল চালক এই ঘটনাটি আমি শুনেছি। আমি আমার টিম পাটাইছি ঘটনাস্থলে এই ব্যাপরে আমি যথেষ্ট খোঁজ খবর নিচ্ছি। সেই সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।