নগরীর বহদ্দারহাটে মুক্তিযোদ্ধা মৃত কামাল উদ্দিনের বাসায় আগুনের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম ডলি (৬৫) মারা যান। তাঁদের গ্রামের বাড়ি চন্দনাইশ পৌর এলাকার দক্ষিণ হারলা এলাকায়।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় গত ১ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান কামালের ছেলে নুরুল ইসলাম ছোটন (৪০)। অগ্নিকাণ্ডে গুরুতর আহত আরো চারজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলো নিহত নুরুল ইসলাম ছোটনের স্ত্রী জোবাইদা আকতার (৩০), বোন কলি (৩০), নুরুল ইসলামের শিশুপুত্র হেজাজ (৩) ভাগ্নে আজমির (১০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার সময় বহদ্দারহাট ওমর আলী মাতব্বর বাড়ির ১০২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ড ঘটে। এতে একই পরিবারের ছয়জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে গত ১ অক্টোবর মারা যান মৃত কামাল উদ্দীনের ছেলে নুরুল ইসলাম ছোটন। গত রবিবার রাতে মারা গেলেন তাঁর মা ডলি।
সোমবার দুপুরে নিহত ডলির জানাজা শেষে তাঁর মরদেহ চন্দনাইশের হারলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।