বলিউডের গায়কের গানে ঢাকাই ছবির নায়ক-নায়িকা

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: এর আগে ২০১২ অনন্ত জলিল অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে ‘ঢাকার পোলা’ শিরোনামে একটি বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছিলেন ভারতের অসামীয় গায়ক জুবিন গার্গ। সে সময় গানটি বেশ জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘ও বেবি’ শিরোনামে রাইসা নামে বাংলাদেশের আরেক কণ্ঠশিল্পীর সঙ্গে দ্বৈত গান গেয়েছেন জুবিন। সম্প্রতি আরও একটি গানে কণ্ঠ দিলেন এই ভারতীয় সংগীত তারকা।

গানের নাম ‘ঢাকাইয়া মাইয়া’ শুক্রবার সাভারের ধামরাইয়ে গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হলো। মডেল হয়েছেন ঢাকাই ছবির নায়ক-নায়িকা সানজু জন ও শিরিন শিলা। গানটি লিখেছেন জসিম উদ্দিন। সুর করেছেন এফ এ প্রীতম ও সংগীতায়োজনে ছিলেন কলকাতার আকাশ সেন।

গানটির ভিডিও পরিচালক শুভ্র মেহরাজ বলেন, ‘এটি একটি ড্যান্স বিটের গান। চলচ্চিত্রের নায়ক-নায়িকাকে নিয়ে গানটি করেছি। ফিল্মের গানের মতো করেই করার চেষ্টা করেছি।’ গানটি জুবিনের গাওয়া প্রসঙ্গে এই নির্মাতা বলেন, কলকাতার আকাশ সেনের মাধ্যমে জুবিনের সঙ্গে যোগাযোগ হয়। জসিম ভাইয়ের লেখা গানটি সুর ও মিউজিক করে আকাশ সেন পাঠিয়েছিলেন জুবিনের কাছে। তিনি শুনে ভালো লাগার পরই গানটি গেয়েছেন।