বন্দোবস্তী বাতিল চেয়ে পটিয়ায় সংবাদ সম্মেলন

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় উপজেলা একব্যক্তি ভুমিহীন কোটায় কৃষি জমি বন্দোবস্তী নিয়ে সরকার ও ৪ ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পটিয়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আহমদ। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী শফিকুল ইসলাম, দিদারুল ইসলাম, জায়দুল হক।

লিখিত বক্তব্যে বলেন, তাদের এলাকার ইদ্রিস নামের একব্যক্তি সরকারি ৭ শতক জায়গা বন্দোবস্তী নিয়ে চুক্তি ভঙ্গ করেছেন এবং ৪ জনের সঙ্গে প্রতারণা করেছেন। ২০১০ সালে মোহাম্মদ ইদ্রিস ভুমিহীন দাবি করে গোপনে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করে জায়গা বন্দোবস্তী নেন। অথচ এর আগে ২০০৫ সালে অঙ্গীকারনামা ও ২০০৬ সালে না দাবি দিয়ে ওই জায়গার দখল হস্তান্তর করেছেন। তথ্য গোপন ও সরকারি চুক্তি ভঙ্গ করায় বন্দোবস্তী বাতিলও চেয়েছেন একই এলাকার মোহাম্মদ জসিম। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মোহাম্মদ ইদ্রিস কৃষি জমি হিসেবে বন্দোবস্তী নিয়ে বাণিজ্যিকভাবে দোকান করে ভাড়ায় লাগিয়ত করেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top