পটিয়া প্রতিনিধি: পটিয়ায় উপজেলা একব্যক্তি ভুমিহীন কোটায় কৃষি জমি বন্দোবস্তী নিয়ে সরকার ও ৪ ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পটিয়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আহমদ। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী শফিকুল ইসলাম, দিদারুল ইসলাম, জায়দুল হক।
লিখিত বক্তব্যে বলেন, তাদের এলাকার ইদ্রিস নামের একব্যক্তি সরকারি ৭ শতক জায়গা বন্দোবস্তী নিয়ে চুক্তি ভঙ্গ করেছেন এবং ৪ জনের সঙ্গে প্রতারণা করেছেন। ২০১০ সালে মোহাম্মদ ইদ্রিস ভুমিহীন দাবি করে গোপনে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করে জায়গা বন্দোবস্তী নেন। অথচ এর আগে ২০০৫ সালে অঙ্গীকারনামা ও ২০০৬ সালে না দাবি দিয়ে ওই জায়গার দখল হস্তান্তর করেছেন। তথ্য গোপন ও সরকারি চুক্তি ভঙ্গ করায় বন্দোবস্তী বাতিলও চেয়েছেন একই এলাকার মোহাম্মদ জসিম। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মোহাম্মদ ইদ্রিস কৃষি জমি হিসেবে বন্দোবস্তী নিয়ে বাণিজ্যিকভাবে দোকান করে ভাড়ায় লাগিয়ত করেন।